Saturday, July 25, 2020

৩২০০ টাকার এলাচ একলাফে ৫০০০ টাকা


কোরবানির ঈদকে কেন্দ্র করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম মসলার দাম।  এরমধ‌্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের।  শনিবার (২৫ জুলাই) থেকে খুচরা বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়। অথচ মাত্র দুই দিন আগে (বৃহস্পতিবার) এই মসলার দাম ছিল ৩২০০ টাকা।  এছাড়া, লবঙ্গ, দারুচিনি, জিরা, গোলমরিচেও কোরবানির উত্তাপ ছড়িয়ে পড়েছে।  
সংশ্লিষ্টরা বলছেন, জিরা ছাড়া করোনায় বাকি মসলার চাহিদা বেড়েছে।  রান্নার পাশাপাশি সম্প্রতি চায়েও এসব মসলার ব‌্যবহার বেড়েছে।  এখন আরও দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের।
এর আগে, রোজার ঈদেও মসলার বাজার উত্তাপ ছড়িয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে ওই সময় এই পণ‌্যে দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। রোজার পর থেকে এতদিন সেই নির্ধারিত দামেই কেনাবেচা হয়েছে। 
আরো পড়ুন..

No comments:

Post a Comment