Sunday, July 26, 2020

করোনার টিকাকে পুঁজি করে করপোরেট নির্বাহীদের পকেটে শত কোটি ডলার


২৬ জুন হঠাৎ করেই সাউথ সান ফ্রান্সিসকোর প্রতিষ্ঠান ভাক্সার্ট ঘোষণা দিলো-তারা করোনাভাইরাসের যে টিকা নিয়ে কাজ করছে সেটি যুক্তরাষ্ট্র সরকার অপারেশন র্যাপ স্পিডের (কেন্দ্রীয় সরকারের করোনার টিকার দ্রুত উন্নয়ন প্রকল্প) জন্য নির্বাচিত করেছে। ব্যস, এরপরই বাড়তে শুরু করে ভাক্সার্টের শেয়ারের দাম। কয়েক দিনের ব্যবধানে শেয়ারের দাম বাড়লো ছয় গুণ।  কোম্পানি সুরক্ষা ফান্ডে তাৎক্ষনিক মুনাফা হিসেবে জমা হলো ২০ কোটি ডলার!
করোনার টিকা উন্নয়নে এই মুহর্তে বিশ্বে প্রতিযোগিতায় আছে শতাধিক প্রতিষ্ঠান। করোনায় পর্যদুস্ত হয়ে মরিয়া বিশ্ববাসীর কাছে কোটি কোটি কিংবা শত শত কোটি ডোজ টিকা বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের জন্য ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী বাজী ধরে রেখেছেন।
ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী ও বোর্ড সদস্যরা টিকা উন্নয়নের এই গতিকে পুঁজি করছেন। ইতিবাচক উন্নয়ন ঘোষণা করে কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছেন তারা। এর মধ্যে আবার তারা কাজে লাগাচ্ছেন সরকারের সহযোগিতাকে।
আরো পড়ুন..

No comments:

Post a Comment