Sunday, July 26, 2020

১৯৯৪ সালের পর...

২০ মার্চ ১৯৯৪, ইংলিশ ব্যাটসম্যান মাইকেল আথারটনকে আউট করে সর্বশেষ উইন্ডিজ পেসার হিসেবে টেস্টে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন কার্টলি অ্যামব্রোস। এরপর কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোসরা নিজেদের কিংবদন্তির পর্যায়ে নিয়েছেন। সবুজ উইকেটের ছোঁয়া পেয়ে উইন্ডিজ ক্রিকেটে অনেক পেসার এসেছেন। কিন্তু টেস্টে দুইশ উইকেট যেন অধরাই থেকে যাচ্ছিল। অবশেষে ২৬ বছর পর কেমার রোচ ঘুচালেন সেই আক্ষেপ। নবম উইন্ডিজ পেসার হিসেবে টেস্টে তুলে নিলেন দুইশ উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলতে নামার আগে মাত্র ৭ উইকেট দূরে ছিলেন। সেই ৭ উইকেট তুলতে রোচ সময় নেনর দুই টেস্ট এবং এক ইনিংস। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস ওকসের স্টাম্প উড়িয়ে ক্যারিয়ারের ৫৯তম টেস্টে দুইশ উইকেটের দেখা পেলেন এ ক্যারিবিয়ান গতিতারকা। জায়গা করে নিলেন উইন্ডিজ কিংবদন্তি জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, কোর্টনি ওয়ালশদের পাশে।
আরো পড়ুন..

No comments:

Post a Comment