Sunday, July 26, 2020

‘আইপিএলের ক্ষতি হতে দেওয়া যাবে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ ডুবে যাক’

একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, অপরদিকে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আইপিএল। চলতি বছর বিশ্বকাপ আয়োজন হলে কোনোভাবেই আইপিএল আয়োজন সম্ভব ছিল না। আর আইপিএল মাঠে আনার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ইচ্ছায় বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে। নিজের ইউটিউবে এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার।

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর পিছিয়ে দেওয়াতে সেই ফাঁকা সূচিতে আইপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে আইপিএল গভর্নিং কমিটি। আর এরপরেই এসব বিষয়ে বিতর্ক তুললেন শোয়েব। তাঁর ভাষ্যে, ‘আইপিএলের কোনোভাবে ক্ষতি হতে দেওয়া যাবে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ ডুবে যাক। ভারতের উচিত এখন থেকে ক্রিকেটের স্বার্থে কাজ করা।’

দ্রুতগতি সাবেক এই বোলার আরও যোগ করেন, ‘অবশ্যই শক্তিধর কেউ অথবা ক্ষমতাবান কোনো বোর্ড আইসিসির নিয়ম পরিচালনা করছে; এবং তারা নিজেদের লাভ দেখছে। বাকিদের নিশ্চিত ক্ষতি করছে।’
আরো পড়ুন..

No comments:

Post a Comment