Tuesday, June 30, 2020

করোনার উৎপত্তি খুঁজতে চীনে গবেষক দল পাঠাচ্ছে হু


মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পরার ছয় মাস পূর্ণ হচ্ছে মঙ্গলবার (৩০ জুন)। অথচ এখন পর্যন্ত করোনার কার্যকরী কোনো ওষুধ কিংবা টিকা আবিস্কার করতে পারেনি বিশ্ব। বেড়েই চলছে মৃত্যুর মিছিল, আক্রান্তের সংখ্যা।
অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মনে করছে করোনার উৎপত্তি সম্পর্কে ভালো ধারনা পাওয়া গেলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজতর হবে। আর সে লক্ষ্যে আগামী সপ্তাহে তারা করোনাভাইরাসের উৎপত্তি খুঁজতে গবেষকদের একটি দল চীনে পাঠাবে। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হু’র মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস।
আরো পড়ুন..

মেয়ে হত্যা মামলায় কারাবন্দি বাবার মৃত্যু


লক্ষ্মীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে দেড় বছর বয়সী শিশুকন্যা ফারহানা আক্তার রাহিমাকে  হত্যা মামলায় জেলহাজতে থাকা আসামি ফয়েজ আহাম্মদ মনু মারা গেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিজ মেয়ে হত্যা মামলার আসামি ফয়েজের সোমবার (২৯ জুন) রাতে বুকে ব্যথা উঠলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মারা যান। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন..

২০২০-২১ অর্থবছরের বাজেট পাস


একাদশ জাতীয় সংসদে ২০২০-২১ নতুন অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। ১ জুলাই (বুধবার) থেকে এ বাজেট কার্যকর হবে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কণ্ঠভোটে এ বাজেট পাস হয়।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বছরের দ্বিতীয় এবং টানা ১২তম বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।
দুপুরে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পাস করার জন্য উপস্থাপন করেন।
আরো পড়ুন..

সংক‌টে মান‌বিকতার হাত বা‌ড়ি‌য়ে দেওয়া আ.লী‌গের ঐ‌তিহ্য: কা‌দের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়াই দলের ঐতিহ্য।
সোমবার (২৯ জুন) দুপুরে টিএসসিতে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও করোনার এই দুর্যোগে গত ১০০ দিন ধরে অসহায় ভাসমান মানুষের প্রতিদিন দু’বেলা খাবার বিতরণ কর্মসূচিতে বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের।
আরো পড়ুন..

ভয়েস টাইপিংয়ের দারুণ কার্যকরী একটি অ্যাপ


একটা সময় ছিল টাইপরাইটারের। সে সময় মানুষ চাকরির সিভিতে বাড়তি যোগ্যতা হিসেবে লিখতো টাইপরাইটিং দক্ষতা। এরপরে এলো কম্পিউটার, এখানেও টাইপিং স্পিড চাকরিপ্রার্থীদের মধ্যে পার্থক্য গড়ে দিতো। মানুষ ওয়ার্ড প্রসেসর বা এক্সেলের কাজ আলাদা অফিস কোর্সে শিখতো। এমনকি কিছু কিছু সরকারি অফিসে এখনও কম্পিউটার অপারেটর নামক পোস্ট আছে।
তবে যুগের সাথে মানুষের দক্ষতা বেড়েছে। মানুষ এখন মজার ছলেই টাইপিং শিখে যায়। আর স্পিড? সেটা বলাই বাহুল্য। তাছাড়া এই জেনারেশনের আলাদা করে অফিস কোর্স করতে হয় না, এমনিতেই তারা টাইপিং পারে। এর প্রধান কারণ ল্যাপটপ বা পিসি’র সসহজলভ্যতা।
আরো পড়ুন..

যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়

আপনার হয়তো এটা অজানা নয় যে, পুষ্টিকর খাবার ইমিউন সিস্টেম বা শরীরের রোগ দমনকারী তন্ত্রকে সহায়তা করে। পুষ্টিকর খাবার খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কার্যকর লড়াই করতে পারে। এখন কোভিড-১৯ নামক একটি সংক্রমণের মহামারি চলছে বলে আমাদের ডায়েটে স্বাস্থ্যকর খাবার সংযোজনের ওপর গুরুত্বারোপ করতে হবে। সেইসঙ্গে ডায়েটে অস্বাস্থ্যকর খাবার আছে কিনাও চেক করতে হবে। অস্বাস্থ্যকর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। এছাড়া কিছু প্রয়োজনীয় খাবার বেশি খেলেও ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, যেমন- লবণ। এখানে ইমিউন সিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এমন কিছু খাবার সম্পর্কে বলা হলো।
আরো পড়ুন..

কেন সবজি বিক্রেতা হয়েছেন জানালেন অভিনেতা


ভারতীয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাভেদ হায়দার। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে সবজি বিক্রি করতে দেখা যায়। এরপর থেকে আলোচনায় তিনি।
আমির খানের ‘গুলাম’, সালমান খানের ‘দাবাং-থ্রি‘ সিনেমায় অভিনয় করেছেন জাভেদ হায়দার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবজি বিক্রি করছি না। আমি পেশায় অভিনয়শিল্পী এবং লকডাউনের কারণে এখন কিছুই করছি না। অভিনেতা হওয়ায় নিজেকে ব্যস্ত রাখতে একটি অ্যাপে মিউজিক ভিডিও নির্মাণ শুরু করি। আমার মেয়ে এই ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ দেয়। সবার মধ্যেই মানসিক চাপ কাজ করছে, মানুষ আত্মহত্যা করছে, আর্থিক সংকটে পড়েছে, তাদের কোনো কাজ নেই, বর্তমান পরিস্থিতি দেখে আমি ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিই। আমি জানি অনেক অভিনয়শিল্পী কাজ পাচ্ছেন না। শুরুতে আমি কিছু বার্তামূলক ভিডিও তৈরি করি। এরপর একজন সবজি বিক্রেতার অনুমতি  ও তার ঠেলাগাড়ি নিয়ে একটি ভিডিও শুটিং করি।’
আরো পড়ুন..

নুসরাত-মিমিকে ‘খোঁচা’ দিলেন শ্রীলেখা


ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে বেশ কিছু দিন ধরে সরব তারকারা। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ নিয়ে স্বস্তিকা মুখার্জির সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ চলছে।
এদিকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে কটাক্ষ করে আলোচনার জন্ম দিলেন শ্রীলেখা। তবে এবার স্বজনপোষণ নয়, ভারতে চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ টেনে এই দুই তারকা সাংসদকে খোঁচা দিলেন তিনি।
আরো পড়ুন..

বিএনপির হারুনের আসল চেহারা বের হয়ে গেছে: আইনমন্ত্রী


বিএনপির এমপি হারুনুর রশীদ সবকিছু নিয়ে পাকিস্তান যেতে চান বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তার আসল চেহারা বের হয়ে গেছে।’ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ‘আইন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি’র বিষয়ে ছাঁটাই প্রস্তাবের ওপর  হারুনুর রশীদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
এর আগে, এমপি হারুন বলেছেন, ‘স্বাধীনতার  প্রায় ৫০ বছর পার হয়েছে। কিন্তু এখনো আমাদের দেশে বিচার ব্যবস্থা স্বাধীন হয়নি।  বিচার ব্যবস্থাকে স্বাধীন  করতে স্বাধীনতার আগে যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল, তা আমরা পূরণ করার জন্য আইন করবো। সেই ব্যবস্থা নেবো।’ এই সময় সরকারি দলের এমপিরা প্রতিবাদ করলে হারুন বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান আমলে। স্বাধীনতা-উত্তর পাকিস্তান আমলের কথা  বলেছি। স্বাধীনতার পূর্বের কথা বলছি।’
আরো পড়ুন..

সাইদুলের লাশ দাফন নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব


স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে মুন্সীগঞ্জে বাস করতেন ঝালমুড়ি বিক্রেতা মো. সাইদুল। সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে মারা যান তিনি। খবর পেয়ে দুই ছেলে আজিম ও শামীমকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে আসেন তার স্ত্রী নূরজাহান। ঢাকায় বসবাসরত সাইদুলের বোন নাসিমা তার স্বামী আব্দুল আজিজ হাওলাদারকে নিয়ে সেখানে উপস্থিত হন। সাইদুলের লাশ কোথায় দাফন হবে, এ নিয়ে দুই পরিবারের সদস‌্যরা দফায় দফায় বাকবিতণ্ডায় জড়ান।
সাইদুলের বোন নাসিমা বলেন, ‘আমার ভাইয়ের লাশ বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও দাফন করতে দেব না। তারা জোর করে লাশ শ্বশুরবাড়িতে নিয়ে দাফন করতে চায়। আমার আব্বা এখনো জীবিত। তিনি সাইদুলের লাশ দেখতে চেয়েছেন। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন আমার ভাইয়ের লাশ দিতে চাচ্ছে না। বাপের বাড়ি বড় না শ্বশুরবাড়ি বড়, আপনারাই বলেন।’
আরো পড়ুন..

বার্সেলোনায় পিয়ানিচ, আর্থুর জুভেন্টাসে


অদল-বদল চুক্তিতে জুভেন্টাস থেকে বার্সেলোনায় গিয়েছেন মিরালেম পিয়ানিচ। এছাড়া বার্সেলোনা ছেড়ে আর্থুর মেলো নাম লিখিয়েছেন জুভেন্টাসে।
সোমবার তাদের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। ইতালি ও স্পেনের শীর্ষ দুই ক্লাব নিজেদের ওয়েবসাইটে বিষয়টি ‍চূড়ান্ত করে।
অদল-বদল চুক্তিতে বার্সেলোনা লাভ করেছে ১২ মিলিয়ন ইউরো। সেটা কিভাবে? বার্সেলোনা আর্থুরকে জুভেন্টাসের কাছে বিক্রি করেছে ৭২ মিলিয়ন ইউরোতে। পিয়ানিচকে নিজেদের ডেরায় আনতে কাতালানদের খরচ করতে হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।
আরো পড়ুন..

বাজেটে ৪২১ ছাঁটাই প্রস্তাব, আলোচনা হবে ২টি


জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে ৪২১টি ছাঁটাই প্রস্তাব এসেছে। দেশের মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি দাবির বিপরীতে বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির ৯ জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে আজ ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়ে ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।
ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের প্রতি কণ্ঠভোট আহ্বান করেন। সংসদজুড়ে ‘হ্যাঁ’ শব্দ শোনা যাওয়ায় ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়।
আরো পড়ুন..

বিদ্যুৎ বিল দেখে নায়িকার চক্ষু চড়ক গাছ


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই নায়িকা।
করোনার কারণে গত তিন মাস ধরে বাসায় রয়েছেন মিষ্টি। এর মধ্যে গত মাসের বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়েছেন তিনি। কিন্তু বিদ্যুৎ বিল দেখে তার চক্ষু চড়ক গাছ! কারণ এক মাসে বিল এসেছে ২৯ হাজার ১০০ টাকা।
মিষ্টি জান্নাত রাইজিংবিডিকে বলেন, ‘বিদ্যুৎ বিল দেখে আমি অবাক হয়েছি। কীভাবে এত টাকা বিল আসলো! বাসায় নতুন কিছু কিনিনি। বাড়তি খরচও করিনি। নরমালি আমাদের বিল আসে ৬-৭ হাজার টাকা। বিদুৎ অফিসে জানতে চাইলে তারা জানায়, করোনার কারণে মিটার দেখতে আসতে পারেনি। তাই অনুমান করে এই বিল ধরা হয়েছে।’
আরো পড়ুন..

সাকিব-মুশফিক মনে করিয়ে দিলেন, বছরটা কিন্তু ভালো কাটছে না


২০২০ সালে পুরো বিশ্ব কঠিন পরিস্থিতির মুখোমুখি হল। মহামারি করোনায় একেবারে ওলটপালট সব। প্রতিদিন বাড়ছে মৃত‌্যুর মিছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ‌্যা। সাথে দূর্ঘটনা তো রয়েছেই।
গতকাল ঢাকায় বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চের ধাক্কায় আরেকটি ছোট লঞ্চ ডুবে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের সময় অনাকাঙ্খিত এ দুর্ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। শোকে মুহ‌্যমান তারকা ক্রিকেটাররাও। নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান এমন একটি ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মুশফিক হতবাক। দুজনই মনে করিয়ে দিয়েছেন, ২০২০ সাল ভালো যাচ্ছে না।
আরো পড়ুন..

আমিরের বাড়িতে করোনার থাবা


ভারতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে বলিউডের কয়েকজন তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন। এবার অভিনেতা আমির খানের গাড়িচালক, দেহরক্ষী ও রাঁধুনীসহ সাত জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি আমির খান লেখেন, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্মকর্তারা তাদের চিকিৎসা প্রদানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন।’
আরো পড়ুন..

নারী ক্রিকেটাররাও আসছেন বিসিবির করোনা অ‌্যাপের আওতায়


ছেলেদের পর এবার নারী ক্রিকেটারদের স্বাস্থ‌্যের খোঁজখবর রাখতে প্রযুক্তির সাহায‌্য নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘এজ টেন’ নামক অ্যাপের মাধ্যমে কার্যক্রমটি চালাচ্ছে বিসিবি। বিশেষ এ অ্যাপে প্রাথমিকভাবে ৪০ ক্রিকেটারকে যুক্ত করা হয়েছিল। যেখানে ১৮ প্রশ্নের মাধ্যমে প্রতিদিন তাদের স্বাস্থ্যের তথ্য নেওয়া হয়েছিল।
এবার বিসিবির সেই অ্যাপে বাংলাদেশ নারী ক্রিকেটারদের যুক্ত করা হচ্ছে। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। সোমবার তিনি রাইজিংবিডিকে বলেছেন,‘ছেলেদের কার্যক্রম চালু রাখার পাশাপাশি মেয়েদের স্বাস্থ‌্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছি আমরা। অ‌্যাপসের সাহায‌্যে আমরা তাদের স্বাস্থ‌্য এবং ফিটনেস সম্পর্কে পূর্ণ ধারণা নিচ্ছি।’
আরো পড়ুন..

তোপের মুখে সালমান খান


বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ২০১৫ সালে সর্বশেষ ‘নির্বাক’ সিনেমায় অভিনয় করেন।
পাঁচ বছর পর ‘আরিয়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে এটি।
বিরতি ভেঙে সুস্মিতা পর্দায় ফেরায় বলিউড তারকারা তাকে স্বাগত জানাচ্ছেন। সেই সঙ্গে তার দারুণ অভিনয়ের প্রশংসা করছেন সহকর্মীরা। বলিউড অভিনেতা সালমান খানও সুস্মিতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। আর এতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সালমান।
গত ২৭ জুন টুইটে সালমান খান লিখেন—আরিয়ার জন্য স্বাগত। কী দারুণ কামব্যাক, কী দারুণ শো। সুস্মিতার জন্য অনেক ভালোবাসা।
আরো পড়ুন..

‘হতাশায় ভুগছি, আত্মহত্যার প্রবণতা বাড়ছে’


করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঈশিকা বোরা।
গত ২৪ জুন কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসার আসামের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে ক্ষুব্ধ তিনি। সেই সঙ্গে হতাশা ভর করেছে, বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
ঈশিকা অভিযোগ করে বলেন—হাসপাতাল থেকে আমাকে ঠান্ডা পানি এবং খাবার দেওয়া হচ্ছে। যে বাথরুম ব্যবহার করতে হচ্ছে সেটা অনেক নোংরা। যা স্বাস্থ্যের জন্য হানিকর। হাসপাতালের সেবা খুবই নিম্নমানের এবং অপরিষ্কার। এখানে প্রচুর মশা। কোনো চিকিৎসক, নার্স পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে আসে না।
আরো পড়ুন..

গবেষণাকেই প্রাধান্য দিতে চাই: শামসুজ্জামান খান


সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর গবেষক, প্রাব‌ন্ধিক শামসুজ্জামান খান। আজ সোমবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের মহাপরিচালকের দয়িত্ব পালন করেছেন। তাৎক্ষণিক অনুভূতি এবং কর্মপরিকল্পনা জানতে তার সঙ্গে কথা বলেছেন রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক আবু বকর ইয়ামিন।
রাইজিংবিডি: অভিনন্দন। মহাপরিচালকের দায়িত্বের পর আপনি একই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হলেন। আপনার অনুভূতি জানতে চাই?
আরো পড়ুন..

দুবাইয়ে রোহিতের ক্রিকেট একাডেমি


অবসরের পর কি করবেন ভারতের ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা? ভারতের সীমিত পরিসরের সহ-অধিনাযককে একাধিকবার এ প্রশ্ন করা হলেও কখনো পাওয়া যায়নি উত্তর!
তবে গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেল, দ‌্য হিটম‌্যান হিসেবে পরিচিত রোহিত শর্মা অবসরের পর ক্রিকেট নিয়েই ব‌্যস্ত থাকার পরিকল্পনা করছেন। এজন‌্য এখন থেকেই নিচ্ছেন প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে দুবাইয়ে নিজের ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন রোহিত।
আরো পড়ুন..

সঞ্চয় তুলে সংসার চালাচ্ছেন সাভারের মধ্যবিত্তরা


মহামারি নভেল করোনাভাইরাসের কারণে সারাদেশের মতো সাভার, ধামরাই ও আশুলিয়ায় সংকটে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত—সব শ্রেণি-পেশার মানুষ। বেতন কমে যাওয়া, ব্যবসা বন্ধ হওয়াসহ নানাভাবে প্রায় সবারই আয় কমে গেছে। দীর্ঘ সময়ের অচলাবস্থার কারণে মধ্যবিত্তদের অনেকেই বিত্তশালী স্বজনদের কাছে হাত পাতছেন। কেউ কেউ সংসারের খরচ মেটাতে সঞ্চয় ভেঙে ব্যয় করছেন।
গত কয়েকদিন এই তিন উপজেলার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই মেয়াদ পূরণ না হলেও এফডিআর, ডিপিএসের টাকা তুলে ফেলছেন। এছাড়া নতুন করে সঞ্চয় জমা দেওয়া বন্ধ করে দিয়েছেন অনেক গ্রাহক। নতুন করে এফডিআর করাও কমে গেছে।
আরো পড়ুন..

সাড়া দিচ্ছেন না নির্বাচিত কৃষক, সরকারিভাবে ধান কেনায় গতি কম


হাওর অঞ্চলসহ সারা দেশে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। গত ২৬ এপ্রিল সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে। কিন্তু লটারিতে নির্বাচিত কৃষকরা ধান বেচতে গুদামে না আসায় বোরো ধান কেনার ক্ষেত্রে গতি নেই।
সূত্র জানায়, বোরো মৌসুমে ধান উৎপাদন হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। সরকার ধান-চাল মিলে এবার সাড়ে ১৯ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।
আরো পড়ুন..

সবুজ সংকেত পেল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা


অনুশীলনে ফেরার অনুমতি পেল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রীড়া ও স্থাস্থ‌্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শিগগিরিই দক্ষিণ আফ্রিকার জাতীয় পুরুষ ও নারী দল ট্রেনিংয়ে ফিরবে বলে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
শুধু ট্রেনিং-ই নয়, দ্রুত মাঠে নামতে পারবেন ডি কক, হাশিম আমলারা। সাথে থ্রিটিসি প্রতিযোগিতাও মাঠে গড়াবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা। মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ দেশটিতে। গত ১৫ মার্চ শেষ ব‌্যাট-বলের প্রতিযোগিতা হয়েছিল। সোমবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ১ লাখ ৩৮ হাজার করোনায় আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। এজন‌্য মাঠের ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নীতিনির্ধারকরা।
আরো পড়ুন..

করোনার ৬ মাস: স্বস্তির খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে


গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয়। মাত্র ছয় মাসের ব্যবধানে বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্ত করেছে ১ কোটি ৪ লাখ ১ হাজার ৬৯ জনকে। প্রাণ কেড়ে নিয়েছে ৫ লাখ ৭ হাজার ৪৯৭ জনের।
এতো এতো আক্রান্ত, এতো এতো মৃত্যুর পরও কোনো স্বস্তির খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা জানিয়েছে করোনাভাইরাস বিদায় নেওয়ার কোনো লক্ষণ নেই। এখনো এটা বাড়ছেই। হু’র মতে বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব করোনাকে আরো ছড়াতে দিচ্ছে। যেহেতু এখনো করোনার কোনো ওষুধ ও টিকা তৈরি করা যায়নি তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
আরো পড়ুন..

টিকটক, লাইকিসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত


সীমান্ত উত্তেজনা নিয়ে চীনের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ভারত। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপন জারি করে টিকটক সহ কমপক্ষে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ অ্যাপের তালিকায় শেয়ারইট, হেলো, লাইকি, উইচ্যাট, ইউসি ব্রাউজার সহ অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে।
ভারতীয় মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার লক্ষ্যেই এই পদক্ষেপ। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই সিদ্ধান্ত ভারতীয় সাইবারস্পেসের সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে একটি পদক্ষেপ।’
আরো পড়ুন..

মেয়েকে ২৬ বছর ঘরবন্দি রেখেছেন মা (ভিডিও)


ঘরবন্দি থাকা কতটা দুরূহ ব্যাপার করোনা সংকটে মানুষ তা উপলদ্ধি করতে পেরেছেন। ইচ্ছা কিংবা অনিচ্ছায় ঘরবন্দি থাকাটা অত্যন্ত কঠিন বিষয়। অথচ রাশিয়ার এক নারী গত ছাব্বিশ বছর নিজের বাড়ির বাইরে যাননি। এক বাড়ি, এক ঘরেই তিনি বালিকা থেকে মধ্য বয়েসি নারীতে রূপান্তরিত হয়েছেন।
হতভাগা এই নারীর নাম নাদিজদাহ ভাসুয়েভা। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় জেলা ভাস্কেয়ীতে তার বসবাস। গত আড়াই যুগ ধরে তার জন্মদাত্রী মা তাকে ঘরবন্দি করে রেখেছিল। তবে খুব বড় কোনো কারণে নাদিজদাহের এই গৃহবন্দি দশা নয়, সামান্য একটা কারণে তার জীবন থেকে সোনালি সময় হারিয়ে গেছে। আর এজন্য পুরোপুরি দায়ী তার মা।
আরো পড়ুন..

‘এমন কেন হলো?’


ভাই-বোন (দিদার হোসেন ও রুমা বেগম) বের হয়েছিলেন বাসা থেকে। দুজনেরই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর শোনার পর এখন স্বজনদের আহাজারি।
সকালে বাসা থেকে বের হয়ে এই অস্বাভাবিক মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। দিদারের স্ত্রী রোকসানা স্তব্ধ। কান্নায় ভেঙে পড়ছেন বারবার। প্রতিবেশিরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তাকে। কিন্তু কান্নায় ভারী হচ্ছে পরিবেশ।
সোমবার (২৯ জুন) সকালে বড় বোনের অসুস্থ স্বামীকে দেখতে বোন রুমা বেগমকে (৪০) নিয়ে দিদার ঢাকার উদ্দেশে লঞ্চে করে রওনা হন। দুর্ঘটনায় বোনসহ তিনি মারা যান। স্বজনরা জানান, সাত মাস আগে বিয়ে করেছিলেন দিদার।
আরো পড়ুন..

সহসাই রাজপথ ছাড়ছেন না পাটকল শ্রমিকরা


‘মিল বাঁচাও, শ্রমিক বাঁচাও’, শ্রমিক না বাঁচালে, সরকারও বাঁচবে না’, দু’ মুঠো ভাত চাই, আমলাদের বিচার চাই’- এ ধরনের নানা শ্লোগানে খুলনার শিল্পাঞ্চল এখন উত্তাল।
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ’র সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন খুলনাঞ্চলের ৯টি মিলের শ্রমিকরা।
এদিকে, সোমবার ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী’র সঙ্গে পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়নি। ফলে সহসাই রাজপথ ছাড়ছেন না পাটকল শ্রমিকরা। ১ জুলাই থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে আমরণ অনশন শুরুর ঘোষণা রয়েছে তাদের।
আরো পড়ুন..

মঙ্গলে বসবাস আসলেই কি সম্ভব

চন্দ্রজয়ের পর কাছাকাছি দূরত্বের অন্য গ্রহগুলোতে পদচিহ্ন রাখার লক্ষ্যে মানুষ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আশির দশকে বেশ কয়েকবার সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান অবতরণে সক্ষম হয়।   এরপরই পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে মানুষের বসবাসযোগ্য আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্যোমে কাজ শুরু করেন বিজ্ঞানীরা।
আরো পড়ুন..

লঞ্চ দুর্ঘটনা: নিহতদের প্রত্যেক পরিবার পাবে দেড় লাখ টাকা


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে।
সোমবার (২৯ জুন) বিকেলে রাজধানীর সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
আরো পড়ুন..

Monday, June 29, 2020

সরকার করনোর প্রকৃত তথ্য জানাচ্ছে না: রিজভী


করোনায় আক্রান্ত-মৃত্যুর পরিসংখ্যান বিষয়ে সরকারিভাবে যা বলা হচ্ছে, তা দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘করোনা নিয়ে সরকার প্রকৃত তথ্য জনগণকে জানাচ্ছে না।’ সোমবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘মিথ্যার ওপর প্রতিষ্ঠিত সরকার। সত্য প্রতিষ্ঠিত হলে অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী সরকারের মসনদ নড়ে যাবে। তাই তারা সত্যকে আতঙ্ক মনে করে।’
আরো পড়ুন..

অভয়নগরে পাটকল শ্রমিকদের অবস্থান, আমরণ অনশনের হুঁশিয়ারি


রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে যশোরের অভয়নগরে দুইটি পাটকলের শ্রমিক-কর্মচারী ও তাদের সন্তানরা অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি আদায় না হলে তার আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলার যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলের স্ব স্ব গেটে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
যশোর জুট ইন্ডাস্ট্রিজের ৩নং গেটের সিবিএ মঞ্চ চত্বরে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী ও তাদের সন্তানদের উপস্থিতিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি ইকবাল খাঁন।
আরো পড়ুন..

লড়াই করে যাওয়া বার্সেলোনার ডিএনএ-তে আছে: পিকে


করোনা সঙ্কট কাটিয়ে মৌসুম শুরুর আগে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বার্সেলোনা। আর কাতালান ক্লাবটির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপার লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে ছিল রিয়াল মাদ্রিদ। দুই দলের সামনে তাই করোনা পরবর্তী সময়ের ১১ ম্যাচ ছিল ফাইনালের মতো।
আর সে পথে হোঁচট খেয়েছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে গোলশূন্য ড্রয়ের পর সেল্টা ভিগোর মাঠেও পয়েন্ট হারিয়েছে দলটি। আর সে সুযোগে সব ম্যাচে জয় নিয়ে বার্সাকে টপকে শীর্ষে উঠে এসেছে রিয়াল। রোববার রাতে এস্পানিওলকে হারিয়ে ২ পয়েন্ট ব্যবধানেও এগিয়ে গেছে লস ব্লাঙ্কোসরা। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির ডিফেন্ডার জেরার্ড পিকে। জানিয়েছেন, লড়াই করে যাওয়া বার্সেলোনার ডিএনএ-তে আছে। আর তাই এখনও কিছু শেষ হয়ে যায়নি।
আরো পড়ুন..

ইউরোপে নয়, হায়দরাবাদে বাকি শুটিং করবেন প্রভাস


দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘জান’। রাধা কৃষ্ণা পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
করোনা প্রাদুর্ভাব শুরুর আগে ইউরোপসহ বিভিন্ন স্থানে সিনেমাটির বড় অংশের শুটিং করেছেন। ইউরোপে শুটিং চলাকালে করোনার তাণ্ডব শুরু হয়। এরপর শুটিং টিম ভারতে ফিরতে বাধ্য হয়।
এদিকে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন—দেশেই সেট তৈরি করে শিগগির শুটিং শুরু করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।
আরো পড়ুন..

শিগগিরই আরও ৪ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী


করোনা মোকাবিলায় সরকারের বিশেষ গুরুত্ব আরোপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আরও ৪ হাজার নার্স নিয়োগ দিচ্ছি।’ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নার্স নিয়োগের  বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেওয়া হবে।’
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী  বলেন, ‘দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি সমূলে উৎপাটনে সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।’
আরো পড়ুন..

ফাইনাল পাতানোর অভিযোগ তুলে নিজেই বিপাকে লঙ্কান মন্ত্রী


সম্প্রতি ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালকে পাতানো বলে দাবি তুলেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। তিনি বলেছিলেন, ‘২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা’। তাঁর এই দাবির বিপক্ষে জোরালো প্রতিবাদ করেন শ্রীলঙ্কার দুই সাবেক ক্রিকেটার কুমারা সাঙ্কাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তাঁর এমন দাবির স্বপক্ষে প্রমাণও দাবি করেন তারা।
তবে এমন দাবির পক্ষে খুব বেশি যুক্তি উপস্থাপন করেননি মাহিন্দানান্দা। শেষ পর্যন্ত জানিয়েছিলেন, ফাইনালের আগে স্কোয়াডে কিছু পরিবর্তন আনা হয়। যেগুলোর ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোন ধরনের অনুমতি নেওয়া হয়নি।
আরো পড়ুন..

‘করোনায় দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে’


করোনায়  সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ পর্যন্ত  সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।’ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এই তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, ‘সারাদেশে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার পরিবারের মাঝে ১ লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বরাদ্দ দিয়েছি প্রায় ১২৩ কোটি টাকা। এই খাতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৫ লাখ ৭৯ হাজার। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দিয়েছি ২৭ কোটি ১৪ লাখ টাকা।  এই খাতে ৭ লাখ ৭৭ হাজার ৫২৫টি পরিবার উপকৃত হয়েছে।’
আরো পড়ুন..

হাসপাতালে ১১০০ কিট দিলেন যুবলীগ নেতা ছবির হোসেন


কিট সংকটের কারণে তিন দিন করোনাভাইরাসের নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকার পর ঝালকাঠি সদর হাসপাতালে ১১০০ কিট দিয়েছেন ব্যবসায়ী ও যুবলীগনেতা ছবির হোসেন।
সোমবার (২৯ জুন) সকালে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসানের কাছে তিনি কিটগুলো হস্তান্তর করেন। কিট পাওয়ার পর সদর হাসপাতালে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, কিট সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তারা স্থানীয়ভাবে সংগ্রহ করার কথা বলেন। বিষয়টি জানতে পেরে ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ছবির হোসেন কিট কিনে সদর হাসপাতালে দিয়েছেন।
আরো পড়ুন..

‘আমরা তিন বছর প্রেম করছি’


বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী এরিকা ফার্নান্দেজ। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, সহ-অভিনেতা পার্থ সামথানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে এতদিন মুখে কুলপ এঁটে থাকলেও, এবার জানালেন, তিনি প্রেম করছেন কিন্তু পার্থর সঙ্গে নয়। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
এরিকা বলেন—আমি সিঙ্গেল নই, সম্পর্কে রয়েছি। কিন্তু ছেলেটি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয়।
আরো পড়ুন..

তাপসীর বাসায় ভুতুড়ে বিদ্যুৎ বিল

লকডাউনের কারণে গত তিন মাস ধরে ঘরবন্দি সময় পার করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। কিন্তু গত এক মাসে তার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ বিল এসেছে ৩৬ হাজার রুপি। বিদ্যুৎ বিলের কাগজের একটি ছবি টুইটারে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তাপসী পান্নু।
আরো পড়ুন..

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ১৫ জনের লাশ উদ্ধার


বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহউদ্দিন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর পৌনে ১২টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চের ১৫ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে নয়জন পুরুষ, তিনজন নারী ও তিন শিশু রয়েছে। এখনো উদ্ধারে অভিযান চলছে।
সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়।
আরো পড়ুন..

‘সালমান শাহকে চুমু খেতে দেখে ফেলেছিলাম’


নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। অল্প সময়ে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান এই নায়ক। অনেক সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর। এ সময় তাদেরকে জড়িয়ে প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এদিকে সালমান শাহর পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ক্ষেত্রে সন্দেহের আঙুল ওঠে স্ত্রী সামিরার দিকে।
মৃত্যুর আগেরদিনও শাবনূরের সঙ্গে সিনেমার ডাবিং করেন সালমান শাহ। সেদিন ডাবিং সেটে স্ত্রী সামিরাও ছিলেন। সেখানে শাবনূরকে নিয়ে সালমান শাহর সঙ্গে মনোমালিন্য হয় বলে জানান সামিরা।
আরো পড়ুন..

‘মেসি-রোনালদোকে এক করলে পেলের সমতুল্য হবে’


১৯৫৮ সালে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলের প্রথম শিরোপা আসে জাদুকরী পেলের অতিমানবীয় পারফরম্যান্সের বদৌলতে। এরপরের আরও তিন বিশ্বকাপের মধ্যে ব্রাজিল তুলে নেয় আরও দুটি শিরোপা। ১৯৭০ সালের ২১ জুন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের দখলে নেয় তৃতীয় শিরোপা। আর পেলের সঙ্গী ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার তোস্তা সেবারই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায়।
১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তিতে ফিফাকে এক সাক্ষাৎকার দেন সেই বিশ্বকাপে ২ গোল করা তোস্তা। এই সময় তাকে মুখোমুখি হতে হয় সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নের সামনে। তোস্তা ঝুঁকে গেলেন নিজ সতীর্থের দিকে। জানালেন, তাঁর চোখে সর্বকালের সেরা পেলে-ই। আর বললেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলোয়াড়ি মানের যোগফল ছিলেন পেলে।
আরো পড়ুন..

মহাকবি মাইকেল মধুসূদনের প্রয়াণ দিবস আজ


‘দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব/ বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে/ (জননীর কোলে শিশু লভয়ে যেমতি/বিরাম) মহীর পদে মহা নিদ্রাবৃত/দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন!
যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সমাধিস্থলে এই অবিস্মরণীয় পংক্তিমালায় নিজেকে চিনিয়ে যাচ্ছেন প্রজন্মের পর প্রজন্ম। আজ এই  মহাকবির ১৪৮তম প্রয়াণ দিবস। ১৮৭৩ সালের ২৯ জুন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম যশোরের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি।
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা কাব্যের অনুপ্রেরণা। বাংলা সাহিত্যে তিনি বিশাল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্টি অসাধারণ ও অতুলনীয়। তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। বাংলা সাহিত্যে তার অবদান অবিস্মরণীয়।
আরো পড়ুন..

মরদেহ নিতে আসেনি পরিবারের লোকজন, মুখাগ্নি করলেন ইউএনও


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামের বাসিন্দা ছিলেন নিত্যানন্দ বল্লব (৬৭)। করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরিবারের সদস্যরা খবর পেয়েও মরদেহ নিতে আসেননি। পরিবারের সদস্যরা মুখ ফিরিয়ে নিলেও মানবিকতার টানে এগিয়ে যান গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান।
রোববার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে কয়েকজন স্থানীয় ডোমের সহযোগিতায় গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর শ্মশানে নিত্যানন্দ বল্লবের (৬৭) মুখাগ্নি করেন ইউএনও। পরে তার সৎকার করেন তিনি। এ সময় ডা. এস এম সাকিবুর রহমান ও ডা. জাহিদ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন..

বিদায় বললেন মারিও গোমেজ


আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় বলেছেন। এবার ক্লাব ফুটবলকেও বিদায় বললেন জার্মানির ফুটবলার মারিও গোমেজ। রোববার (২৮ জুন) জার্মানির ক্লাব স্টুটগার্টের হয়ে শেষ ম্যাচে মাঠে নামেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। ওই ম্যাচে স্টুটগার্ট ৩-১ ব্যবধানে ড্রামস্টাডের কাছে হারলেও দেশের শীর্ষ লিগ বুন্দেসলিগায় জায়গা করে নিয়েছে।
রোববার ম্যাচ শেষে গোমেজের মাঠ ছাড়ার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্টুটগার্ট লিখেছে, ডানকে, ধন্যবাদ @মারিও গোমেজ।’
আরো পড়ুন..

মাস্কের করোনাভাইরাস ধ্বংস করবেন যেভাবে


চলমান মহামারিতে সবচেয়ে প্রচলিত সুরক্ষা উপকরণ হলো ফেস মাস্ক। করোনাভাইরাসের বিস্তার কমাতে মাস্কের ব্যবহার জরুরি।
বিশেষজ্ঞরা মাস্ক ব্যবহারের পক্ষে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সচেতন মানুষেরাও গুরুত্ব সহকারে এ পরামর্শ মেনে চলছেন। প্রতিদিন নতুন নতুন মাস্ক ব্যবহার করা সম্ভব নয় বলে অনেকে মাস্ককে ভাইরাসমুক্ত করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন। এখানে মাস্ককে ভাইরাসমুক্ত করার নিরাপদ ও কার্যকর প্রক্রিয়া সম্পর্কে বলা হলো।
কাপড়ের মাস্ক: পোশাকের মতো ধুয়ে কাপড়ের মাস্ককে ভাইরাসমুক্ত করতে পারবেন। কাপড়ের মাস্কের করোনাভাইরাস ধ্বংস করতে ওয়াশিং মেশিনে দিয়ে দিন, কিন্তু এর সঙ্গে অন্যান্য কাপড় দেবেন না। ওয়াশিং মেশিনের তাপমাত্রা সর্বোচ্চ করুন ও সাধারণ লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করুন। এতেই কাপড়ের মাস্কের করোনাভাইরাস ধ্বংস হবে।
আরো পড়ুন..

‘নতুন মানচিত্রের কারণে ভারত আমাকে সরানোর ষড়যন্ত্র করছে’


দেশের নতুন মানচিত্রে ভারত সীমান্তবর্তী লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত করায় তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে নয়াদিল্লি। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি রোববার এ অভিযোগ করেছেন।
রাজধানী কাঠমান্ডুতে এক প্রয়াত কমিউনিস্ট নেতার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন..

বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান


বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ফোকলোরবিদ, প্রাব‌ন্ধিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান।
রোববার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন শামসুজ্জামান খান।
তিনি বলেন, আজ বিকেলে চিঠি হাতে পেয়েছি।  আগামী তিন বছরের জন্য আমাকে বাংলা একাডেমির সভাপতি হিসাবে নিয়োগ দেওয়ার বিষয় এতে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন..

জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত, ৭০ হাজার মানুষ পানিবন্দি


যমুনাপাড়ের ৪ উপজেলার ১৩টি ইউনিয়নের ৫৩টি গ্রামের  নিন্মাঞ্চল বন্যা কবলিত হয়ে প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি।
জামালপুরে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বন্যা কবলিত হয়ে পড়ছে নতুন নতুন এলাকা।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপরে ছিল বলে জানান জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান ।
পানির তীব্র স্রোতে গুঠাইল বাজারের কাছে রাস্তা ভেঙে ইসলামপুর-গুঠাইল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও উলিয়া-বলিয়াদহ সড়কে ৫টি স্থানে সড়ক ভেঙে হু হু করে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করছে। নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ।
আরো পড়ুন..