Sunday, June 28, 2020

টংক আন্দোলনের মহানায়ক


টংক আন্দোলন হচ্ছে, বাংলার কৃষকদের অধিকার আদায়ের একটি অন্যতম আন্দোলন। যে আন্দোলনের শুরু ১৯৩৭ সালে, শেষ হয় ১৯৫০ সালে।
টংক প্রথা হলো উৎপন্ন ফসল দ্বারা জমিদারদের খাজনা পরিশোধ করা। আর তা ছিল টাকা দিয়ে খাজনা পরিশোধের চেয়ে বেশি।
টংক আন্দোলনের মহানায়ক ছিলেন কমরেড মণি সিং। তিনি এ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনেরও পুরোধা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক এই আজীবন বিপ্লবী কমরেড। আমাদের মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারেরও উপদেষ্টা ছিলেন তিনি।
আরো পড়ুন..

No comments:

Post a Comment