Saturday, June 27, 2020

এইচএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর চিন্তা চলছে: শিক্ষামন্ত্রী


করোনাভাইরাসের এই দুঃসময়ে আটকে যাওয়া এইচএসসি পরীক্ষার বিষয় সংখ্যা কমানোর চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (২৭ জুন) ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণে করণীয়’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসার ১৫ দিন পর পরীক্ষা নেওয়া হবে। এই ১৫ দিন শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় দিতে হবে। তবে চলতি বছরের এইচএসসির সিলেবাস কমানোর কোনও যৌক্তিকতা নেই। কারণ তারা তো তাদের সিলেবাস সম্পন্ন করেছে।
আরো পড়ুন..

No comments:

Post a Comment