Monday, June 29, 2020

‘করোনায় দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে’


করোনায়  সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ পর্যন্ত  সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।’ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এই তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, ‘সারাদেশে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার পরিবারের মাঝে ১ লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বরাদ্দ দিয়েছি প্রায় ১২৩ কোটি টাকা। এই খাতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৫ লাখ ৭৯ হাজার। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দিয়েছি ২৭ কোটি ১৪ লাখ টাকা।  এই খাতে ৭ লাখ ৭৭ হাজার ৫২৫টি পরিবার উপকৃত হয়েছে।’
আরো পড়ুন..

No comments:

Post a Comment