Monday, June 29, 2020

‘মেসি-রোনালদোকে এক করলে পেলের সমতুল্য হবে’


১৯৫৮ সালে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলের প্রথম শিরোপা আসে জাদুকরী পেলের অতিমানবীয় পারফরম্যান্সের বদৌলতে। এরপরের আরও তিন বিশ্বকাপের মধ্যে ব্রাজিল তুলে নেয় আরও দুটি শিরোপা। ১৯৭০ সালের ২১ জুন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের দখলে নেয় তৃতীয় শিরোপা। আর পেলের সঙ্গী ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার তোস্তা সেবারই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায়।
১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তিতে ফিফাকে এক সাক্ষাৎকার দেন সেই বিশ্বকাপে ২ গোল করা তোস্তা। এই সময় তাকে মুখোমুখি হতে হয় সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নের সামনে। তোস্তা ঝুঁকে গেলেন নিজ সতীর্থের দিকে। জানালেন, তাঁর চোখে সর্বকালের সেরা পেলে-ই। আর বললেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলোয়াড়ি মানের যোগফল ছিলেন পেলে।
আরো পড়ুন..

No comments:

Post a Comment