Sunday, June 28, 2020

চীন ভারত যুদ্ধ: কে কার পক্ষে


বিশ্বের পরাশক্তি দেশগুলোর মধ্যে রেষারেষি নতুন নয়। চীন এবং ভারত উভয় দেশই পরমাণু অস্ত্রসমৃদ্ধ। সম্প্রতি দুই দেশের প্রবল উত্তেজনা এবং যুদ্ধাবস্থা বিশ্বে হুমকি হিসেবে দেখা দিয়েছে। গত বিশ বছর দুই দেশই সমরাস্ত্র তৈরির পাশাপাশি অস্ত্র আমদানি করেছে। ভারত টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ। এদিকে অস্ত্রের বাজারে চীনের আধিপত্যও কম নয়।
ভারত-চীন নতুন করে উত্তেজনা দেখা দেয় লাদাখে দুই দেশের সেনাদের সংঘর্ষের কারণে। এরপর কূটনৈতিক হস্তক্ষেপে প্রাথমিক শান্তির বার্তা এলেও কেউ নিজ অবস্থান থেকে সরে আসেনি। চীনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ভারতের অভ্যন্তরে চীনবিরোধী মনোভাব প্রবল হচ্ছে। চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে। কিন্তু বাস্তবতা আসলে কতটুকু? বেশ কয়েক বছর ধরেই চীন তার বলয় শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে। যা চীনবিরোধীদের মাথাব্যথার বড় কারণ। যদিও ভারত এবং চীনের সংঘাত নতুন নয়।
আরো পড়ুন..

No comments:

Post a Comment