Saturday, June 27, 2020

তলস্তয়ের ‘ক্রয়টজার সোনাটা’: অসহ্য আয়না


একজন অভিজাত পুরুষ সন্দেহ করছিল তার স্ত্রী একজন ভায়োলিন-বাদকের সাথে প্রেম করছে। সেই সন্দেহের বশেই একদিন সে স্ত্রীকে হত্যা করে।
কাহিনী বলতে গেলে এটুকুই। কিন্তু তলস্তয়ের মতো মহান লেখকের গল্প শুধু কাহিনীতে সীমাবদ্ধ থাকে না, বরং পাওয়া যায় গল্পনির্মাণশৈলির অনবদ্য পরিচয়, পাওয়া যায় ব্যক্তি এবং সামাজিক মনস্তত্ত্ব। সেইসব কারণেই ‘ক্রয়টজার সোনাটা’ পরবর্তী প্রজন্মের লেখকদের কাছে হয়ে ওঠে এক অপরিহার্য টেক্সটবুক।
আরো পড়ুন..

No comments:

Post a Comment