Sunday, June 28, 2020

‘হা-শো’র কমেডিয়ান হৃদয়ের গল্প


শৈশবে খুবই দুষ্টু প্রকৃতির ছিল হৃদয়। কথায় আছে, ছোটবেলায় যারা দুষ্টু থাকে, তারা বড় হয়ে ভদ্র হয়ে যায়। তবে, এই কথার পুরো উল্টো ঘটেছে হৃদয়ের সঙ্গে। মানুষের সঙ্গে দুষ্টুমি করে হাসানোর দায়িত্ব নিয়েছে হৃদয়।
বর্তমানে সে সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছে। বাংলাদেশে একমাত্র কমেডিয়ান শো ‘হা-শো’র সিজন ফাইভে পঞ্চম স্থান অধিকার করে মোহাম্মদ হৃদয়। তাকে নিয়ে লিখেছে গোলাম মোর্শেদ সীমান্ত।
প্রাইমারি স্কুলে নামের পাশে ভালো ছাত্রের উপাধি ছিল, আস্তে আস্তে সেই উপাধি সরতে থাকে। দুষ্টুমির জন্য স্যারদের কাছ থেকে প্রায় সময়ই বেতের বাড়ি খাওয়ার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের। নবম শ্রেণিতে পড়াকালীন স্যারদের উৎসাহতে এই দুষ্টুমিটাই স্টেজে উঠে করা শুরু করলো হৃদয়। স্কুলে থাকাকালীন থেকেই বাংলাভিশনে প্রতি বুধ ও শুক্রবারে নিয়মিত মানুষকে হাসানোর জন্য শো করতো সে। এছাড়াও বিটিভি, বৈশাখী টিভিতেও কাজ করা হয়েছে নানা অনুষ্ঠানে।
আরো পড়ুন..

No comments:

Post a Comment