Tuesday, June 30, 2020

ভয়েস টাইপিংয়ের দারুণ কার্যকরী একটি অ্যাপ


একটা সময় ছিল টাইপরাইটারের। সে সময় মানুষ চাকরির সিভিতে বাড়তি যোগ্যতা হিসেবে লিখতো টাইপরাইটিং দক্ষতা। এরপরে এলো কম্পিউটার, এখানেও টাইপিং স্পিড চাকরিপ্রার্থীদের মধ্যে পার্থক্য গড়ে দিতো। মানুষ ওয়ার্ড প্রসেসর বা এক্সেলের কাজ আলাদা অফিস কোর্সে শিখতো। এমনকি কিছু কিছু সরকারি অফিসে এখনও কম্পিউটার অপারেটর নামক পোস্ট আছে।
তবে যুগের সাথে মানুষের দক্ষতা বেড়েছে। মানুষ এখন মজার ছলেই টাইপিং শিখে যায়। আর স্পিড? সেটা বলাই বাহুল্য। তাছাড়া এই জেনারেশনের আলাদা করে অফিস কোর্স করতে হয় না, এমনিতেই তারা টাইপিং পারে। এর প্রধান কারণ ল্যাপটপ বা পিসি’র সসহজলভ্যতা।
আরো পড়ুন..

No comments:

Post a Comment