Sunday, July 26, 2020

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ইংল‌্যান্ড সফর


তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরে ইংল‌্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে আতিথেয়তার মধ‌্য দিয়ে গ্রীষ্মের মৌসুমের খেলা শেষ করবে ইংল‌্যান্ড।
এরই মধ‌্যে দুই দেশের বোর্ড সূচি চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ২৬ জনের স্কোয়াডও বেছে নিয়েছে। তবে সরকারের থেকে এখনও দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি পায়নি তারা। এজন‌্য সফর চূড়ান্তও করতে পারছে না অস্ট্রেলিয়া। দুই দলের এ সিরিজটি অনুষ্ঠিত হলে ব্রডকাস্ট থেকে ২৬০ মিলিয়ন পাউন্ড আয় করবে ইংল‌্যান্ড। এজন‌্য সিরিজটি তাদের জন‌্য খুব গুরুত্বপূর্ণ।
করোনা প্রকোপ থেকে মুক্তি পাওয়ার পর ইংল‌্যান্ড প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফেরায়। ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তার মধ‌্য দিয়ে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু করে ক্রিকেটের জনকরা। তিন ম‌্যাচ সিরিজের শেষ টেস্ট এখন চলছে। ওয়েস্ট ইন্ডিজের পর তারা পাকিস্তানের বিপক্ষেও তিনটি টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে এবং আয়ারল‌্যান্ডকেও আতিথেয়তা দেবে। প্রতিবেশী দেশের সঙ্গে খেলবে তিনটি ওয়ানডে।
আরো পড়ুন..

No comments:

Post a Comment