Thursday, July 23, 2020

বিষয়টি নিয়ে মানুষ হাসাহাসি করছে: মিলন


চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান ও মিশা সওদাগরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন।
গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।
বয়কটের দাবিতে যে দলাদলি হচ্ছে, তা নিয়ে মানুষ হাসাহাসি করছে। বিষয়টি উল্লেখ করে মিলন রাইজিংবিডিকে বলেন, ‘এমনিতেই দীর্ঘদিন ধরে সিনেমার বেহাল দশা। বর্তমানে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে তার কারণে মানুষ আরো হাসাহাসি করছে। আমরা তো কেউ-ই হাসির পাত্র হতে চাই না। কাকে বয়কট করবো, কাকে নামাবো, কী করবো সেটা নিয়ে এখন ভাবার সময় না। চলচ্চিত্রের একজন নায়ক হিসেবে বলতে চাই, আপনারা দলাদলি বন্ধ করুন। দয়া করে আপনারা মানুষের কাছে আর হাসির পাত্র হবেন না।’
আরো পড়ুন..

No comments:

Post a Comment