Sunday, July 26, 2020

কোয়ারেন্টাইনের নির্দেশে ‘আতঙ্কিত’ স্পেনের ব্রিটিশ পর্যটকরা


স্পেন থেকে দেশে ঢোকা প্রত্যেকের জন্য দুই সপ্তাহের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করেছে ব্রিটেন সরকার। তাতে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রোববার দেশে ফেরার বিমান ধরেছেন স্পেনে ছুটি কাটাতে যাওয়া ব্রিটিশ পর্যটকরা। হঠাৎ করে সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
শনিবার শেষ বিকেলে সরকার এক ঘোষণায় স্পেনকে নিরাপদ ভ্রমণের তালিকা থেকে বাদ দেয়। একই সঙ্গে ওই দেশ থেকে আসা প্রত্যেকের জন্য কোয়ারেন্টাইন মধ্যরাত থেকে কার্যকর হয়। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় লেবার পার্টির স্বাস্থ্য নীতির প্রধান জোনাথন অ্যাশওর্থ স্কাই নিউজকে বলেছেন, ‘কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমি বুঝতে পারছি। কিন্তু যেভাবে ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা এক কথায় বিশৃঙ্খলা।’
আরো পড়ুন..

No comments:

Post a Comment