Sunday, July 26, 2020

মেসির ইন্টারে যাওয়ার গুঞ্জন


১৬ নভেম্বর ২০০৩, বার্সেলোনার জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। সেই থেকে কাতালান শিবিরে মেসি কাটিয়ে দিলেন ১৭ বছর।
এই লম্বা সময়ে বার্সেলোনা সুপারস্টারকে পেতে খুব কম ক্লাবই সাহস করেছিল। সবচেয়ে বড় প্রস্তাব দিয়েছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ২০০৮ সালে ২১ বছর বয়সী মেসিকে পেতে বার্সেলোনার থেকে বেশি সুযোগ সুবিধা দিবে বলে প্রস্তাব দিয়েছিল ইন্টার। তবে টাকার চেয়ে ক্লাবকে প্রাধান্য দিয়ে মেসি থেকে যায় বার্সেলোনাতেই।
এক যুগ পর আবারও মেসির পানে চেয়ে ইন্টার। এবার গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছে মেসির বার্সার প্রতি বিরক্তি এবং এই আর্জেন্টাইন তারকার বাবার কাজকর্ম। সেজন্য ইতালিয়ান পত্রিকা ‘লা গ্যাজেত্তা দেল স্পোর্ট’ নিজেদের ফ্রন্ট পেজে মেসিকে নিয়ে লিখেছে, ‘ইন্টার মেসি বেনে’। যার অর্থ মেসি ইন্টারে ভালো থাকবে।
শান্ত স্বভাবের মেসিকে সদ্য শেষ হওয়া মৌসুমে বেশি সরব দেখা গেছে। এই সময় বার্সেলোনার কর্তাব্যক্তিদের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন মেসি। মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতেও মুখ খুলতে দেখা যায় তাকে। এছাড়াও দলবদলের সময় তার পছন্দের ফুটবলারকে দলে না ভেড়ানোর কথাও ওঠে বারবার।
আরো পড়ুন..

No comments:

Post a Comment