Sunday, July 26, 2020

ম্যানসিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে ধোঁয়াশা


চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার শেষ ষোলোর ম্যাচ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সূচি অনুযায়ী শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ ম্যানচেস্টারের মাঠে ইতিহাদে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসনের কোয়ারেন্টাইন নীতির কারণে ম্যাচটি নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ২৭ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলের জয় পেয়েছিল ম্যানসিটি। ফলে দ্বিতীয় লেগে ম্যাচের আগে মানসিকভাবে বেশ এগিয়ে ছিল ইংল্যান্ডের ক্লাবটি। উয়েফার নতুন সূচি অনুযায়ী আগামী ৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় লেগের ম্যাচ। উয়েফা ভেন্যুর ক্ষেত্রে জানিয়েছিল, দ্বিতীয় লেগে দলগুলো চাইলে হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে খেলতে পারবে। তবে প্রয়োজন পর্তুগালের লিসবনে ম্যাচ আয়োজন সম্ভব।
আরো পড়ুন..

No comments:

Post a Comment