Sunday, July 26, 2020

ইলিশে ভরপুর ফিসারি ঘাট, তবু দাম বেশি


মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। চট্টগ্রামের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কোতোয়ালী থানার ফিসারি ঘাটে প্রতিদিন সকাল-বিকাল ইলিশ বোঝাই ট্রলার ভিড়ছে। ফিশারি ঘাট এখন রীতিমতো ইলিশে ইলিশে সয়লাব।
ইলিশ নিয়ে জেলে, ব‌্যাপারী আর পাইকারী ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে আছে ফিশারি ঘাট। তবে ইলিশে সয়লাব হলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই রয়ে গেছে। বড় সাইজের ইলিশ ৭০০ থেকে হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে।
সরেজমিনে চট্টগ্রাম ফিশারি ঘাট ঘুরে এবং জেলেদের সাথে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই থেকে ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে বেরিয়ে পড়ে। শনিবার (২৫ জুলাই) থেকে এসব ট্রলারে মাছ ভর্তি করে তীরে ফিরছেন জেলেরা।
আরো পড়ুন..

No comments:

Post a Comment