Sunday, July 26, 2020

ব্রডময় দিনে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ


স্টুয়ার্ড ব্রড ব্যাট হাতে ১০ নম্বরে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন। এরপর বল হাতে ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। ব্রডময় দিনে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের করা ৩৬৯ রানের জবাবে সফরকারীরা ১৩৭ রান তুলতেই হারিয়ে বসেছে ছয়-ছয়টি উইকেট। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে এখনো তারা ২৩২ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার (২৪) ও শন ডোরিচ (১০)। তারা দুজন আজ রোববার তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।
তার আগে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে প্রথম দিন শেষ করা ইংল্যান্ড শনিবার বাকি ৬টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১১৫ রান যোগ করতে পারে। আগের দিন ৯১ রান নিয়ে অপরাজিত থাকা অলি পোপ আজ কোনো রান যোগ না করেই গ্যাব্রিয়েল জেসাসের বলে বোল্ড হন। ৫৮ রান নিয়ে আগের দিন অপরাজিত থাকা জস বাটলার ৬৭ রান করে গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকারে পরিণত হন।
আরো পড়ুন..

No comments:

Post a Comment