Wednesday, April 28, 2021

কমনওয়েলথ গেমস ক্রিকেটে ৭ দল, নেই বাংলাদেশ

 কমনওয়েলথ গেমস ক্রিকেটে ৭ দল, নেই বাংলাদেশ

২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের সাত দল চূড়ান্ত করেছে আয়োজকরা। অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ মেয়েদের কমনওয়েলথ গেমসে অংশ নেবে। 

প্রথমবার নারীদের ক্রিকেট ইভেন্ট কমনওয়েলথ গেমসে যুক্ত করা হয়েছে। এর আগে ১৯৯৮ সালে কুয়ালালামপুরে প্রথম ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। খেলেছিল পুরুষ দল। দক্ষিণ আফ্রিকা জিতেছিল স্বর্ণ পদক। 

দল বাছাইয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিং বিবেচনায় এনেছে আয়োজকরা। আয়োজক ইংল্যান্ড বাদে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ ছয় দল খেলার টিকিট পেয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যাথলেটরা নিজ নিজ দেশের হয়ে অংশ নেবে। র‌্যাংকিংয়ে নয়ে থাকায় বাংলাদেশ অংশগ্রহণ করার সুযোগ হারিয়েছে।  আরো পড়ুন 

No comments:

Post a Comment