Thursday, April 29, 2021

হিলিতে পানের ফলন ভালো, দামও বেশি

 হিলিতে পানের ফলন ভালো, দামও বেশি

পান চাষ ও তা বাজারজাত করে লাখপতি হয়েছেন দিনাজপুরের হিলির পান চাষিরা। গেলো শীত মৌসুমে আবহাওয়া ভালো থাকায় পানের ফলন ভালো হয়েছে। দামও তারা ভালো পেয়েছেন। 

হিলি সীমান্তের পানের বরজ ঘুরে দেখা যায়, প্রতিটি বরজে জেগে উঠেছে নতুন পান। গত এক থেকে দেড় মাস আগে পুরাতন পান শেষ হয়ে গেছে। বের হতে শুরু করেছে নতুন পান। আর নতুন পান বের হওয়ার সঙ্গে সঙ্গে বরজের মালিকরা খৈল ছিটিয়ে প্রতি সপ্তাহে সেচের পানি দিচ্ছেন। পানি আর খৈল প্রয়োগে নতুন পান দ্রুত বেড়ে উঠছে। চাহিদা বেশি থাকায় পানচাষিরা বরজ থেকে নতুন পান ভাঙছেন আর বাজারজাত করছেন। আরো পড়ুন 

No comments:

Post a Comment