Thursday, April 29, 2021

করোনায় বিপর্যস্ত ‘মুন্ডা’ সম্প্রদায়

 করোনায় বিপর্যস্ত ‘মুন্ডা’ সম্প্রদায়

উঠান থেকে এখনও নামেনি সাইক্লোন আম্পানের পানি

মুন্ডা সম্প্রদায়ের নারী-পুরুষ সবাই বাইরে কাজ করে। কঠোর শ্রমের মধ্য দিয়েই ভূমিহীন এই সম্প্রদায়ের মানুষের জীবিকা চলে। কাজ না পেলে খুব কষ্টে দিন যায়। সেই কষ্টের দিন অতিক্রম করছে তারা।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে অনেকগুলো মুন্ডা পরিবারের বসবাস। সোমবারী মুন্ডা (২৮) বলছিলেন, কাঁকড়ার ঘেরে কাজ করলে মাসিক মজুরি মিলতো ৭ হাজার টাকা। এই টাকায় সংসার চলে যেত। কিন্তু করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। এর ওপর সাইক্লোন আম্পান আরও ক্ষতি করে দিয়ে গেছে। এখন তিনবেলা খাবার যোগানো কঠিন! সোমবারী বাধ্য হয়েছেন ২০ হাজার টাকা ঋণ নিতে। আরো পড়ুন 

No comments:

Post a Comment