মুন্সিগঞ্জ জেলায় পাল,মোঘল বা বারো ভূঁইয়াদের আনাগোনায় তখন কাঁসা পিতল ও মাটির জিনিসের প্রাধান্য ছিলো অনেক বেশি। এমনকি হিন্দু সম্প্রদায়ের আধিক্য ছিলো অনেক। তাই বিভিন্ন পূজা পার্বণের জন্যও মৃৎশিল্পীদের কারুকার্য কখনো থেমে থাকতো না। পুরো বছর জুড়েই কুমার পাড়ায় থাকতো আনন্দে উৎসবে মাতোয়ারা। আরো পড়ুন
No comments:
Post a Comment