বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও আওয়ামী লীগ অভিন্ন নাম। পাকিস্তান শাসনামলে এই দলের কর্মীরা সরকারের রোষানলে পরে নির্যাতন ও নিপীড়নের মুখে দলের জন্য কাজ করেছেন। এই দলের কর্মীরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেননি। নির্যাতনের মুখে দলের নেতারা সারা দেশ ঘুরে সংগঠিত করেছেন কর্মী ও জনগণকে। এই কাজটি সহজ ছিল না। স্বাধীনতার পর দেশ গড়ার সংগ্রাম এবং সামরিক ও অসামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। পাকিস্তান আমলে বাংলার মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আওয়ামী লীগের সংগ্রামী অভিযাত্রাকে মূল্যায়ন করা প্রয়োজন। আরো পড়ুন
No comments:
Post a Comment