Monday, March 29, 2021

শিশুদের স্কুলমুখী করতে হারুনের অভিনব উদ্যোগ

 শিশুদের স্কুলমুখী করতে হারুনের অভিনব উদ্যোগ

করোনাভাইরাসের কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও করোনার হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে বিগত এইচএসসি পরীক্ষা হয়নি। শিক্ষার্থীদের অটোপাসের মাধ্যমে পরের ক্লাসে উত্তীর্ণ করাও হয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদান করান শিক্ষকরা। সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক নেই বললেই চলে। দীর্ঘ সময় প্রতিষ্ঠান বন্ধ থাকায় টাঙ্গাইলের নাগরপুরের বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী হারুন অর রশিদ বসে না থেকে পেশাগত কাজের বাইরে নিজ উদ্যোগে বিদ্যালয়কে সাজিয়ে তুলেছেন আপন মহিমায়। বিদ্যালয় সেজেছে নতুন রূপে। আরো পড়ুন 

No comments:

Post a Comment