Sunday, March 28, 2021

মহাসড়কে এক্সেল রোড নিয়ন্ত্রণ কেন্দ্র বসছে

 মহাসড়কে এক্সেল রোড নিয়ন্ত্রণ কেন্দ্র বসছে

দেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরের পূর্বজোনের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা জোনে এক্সেল রোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে।  প্রকল্পে ব্যয় হবে ৩০১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার টাকা। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সূত্র জানায়, টেকসই, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী (পরিবহন ব্যয় ও সময়) সড়ক অবকাঠামো এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এসব এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে।  প্রকল্পের মূখ্য উদ্দেশ্য হচ্ছে অনুমোদিত ওজন সীমার অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণের মাধ্যমে সড়কের নির্ধারিত ডিজাইন লাইফ নিশ্চিত করা।  প্রকল্পের আওতায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সড়ক জোনে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। আরো পড়ুন 

No comments:

Post a Comment