Saturday, August 29, 2020

যুক্তরাষ্ট্রে বন্যার কবলে ৮০ লাখ মানুষ

 যুক্তরাষ্ট্রে বন্যার কবলে ৮০ লাখ মানুষ


ঘূর্ণিঝড় লরার প্রভাবে প্রবল বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যার কবলে পড়েছে ৮০ লাখ মানুষ। এছাড়া বিদুৎবিচ্ছিন্ন আছে দুই শহরের সাত লাখ বাসিন্দা। শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লুইজিয়ানার মেয়র নিক হান্টার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে শহরের লেক চার্লসের পানির প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্ল্যান্টের অধিকাংশ নালা দিয়ে পানি খুব কম নিস্কাশন হচ্ছে। স্থানীয়রা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

আরো পড়ুন..

No comments:

Post a Comment