Saturday, August 29, 2020

আগের ভাড়ায় বাস: সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় মালিকরা

 আগের ভাড়ায় বাস: সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় মালিকরাকরোনা সংক্রমণ প্রতিরোধে অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে ৬০ শতাংশ বেশি ভাড়ায় চলছে গণপরিবহন। কিন্তু বেশিরভাগ গণপরিবহনগই ৬০ শতাংশ বেশি ভাড়া নিলেও অর্ধেক যাত্রীর শর্ত মানছে না।  এই কারণে সাধারণ যাত্রী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এই নিয়ম পরিবর্তবের দাবি জানিয়ে আসছে।  তাদের দাবির ফলেই আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের নিয়মে গণপরিবহন চলাচল করার প্রাথমিক সিদ্ধান্ত নেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।  তবে, ওই দিনই এই নিয়ম কার্যক্রম হবে কি না, এই সিদ্ধান্তের জন‌্য তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। 


আরো পড়ুন..

No comments:

Post a Comment