Monday, January 1, 2024

ডলার ও রিজার্ভ: আঁধার কেটে আসছে আলো | অর্থনীতি


ডলার ও রিজার্ভ: আঁধার কেটে আসছে আলো | অর্থনীতি: প্রবাসী আয় কমে যাওয়া ও ডলার সঙ্কটের মধ্যে কেটে গেছে ২০২৩ সালের অধিকাংশ সময়। এসব কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও নেতিবাচক প্রভাব পড়েছে। ধারাবাহিকভাবে কমেছে রিজার্ভ। এতে অর্থনীতিতে আঁধার নেমে আসার শঙ্কা দেখা দেয়। তবে, বছরের শেষদিকে প্রবাসী আয়ে সুবাতাস ও বিদেশি ঋণের অর্থ ছাড়ের ফলে রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে। আঁধার কেটে অর্থনীতিতে আলো দেখা দিয়েছে। প্রবাসী আয়সহ অর্থনীতির অন্যান্য সূচক ইতিবাচক ধারায় থাকলে আগামীতে রিজার্ভ বাড়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

No comments:

Post a Comment