Monday, February 28, 2022

শান্ত সমুদ্র যেখানে রূপসী রোদের গল্প শোনে

 শান্ত সমুদ্র যেখানে রূপসী রোদের গল্প শোনে

সমুদ্র এখানে শান্ত। বুক চিতিয়ে গর্জন তোলে না উত্তাল ঢেউয়েরা। ভাটির টানে জল নেমে যাওয়ার পরে বালুকাবেলার আয়নায় ক্ষণে ক্ষণে নিজের রূপ দেখে নেয় পড়ন্ত সূর্য। মর্জিমতো সাজও বদলায়। সারাদিনের ক্লান্তি শেষে সমুদ্রে ডুব দেওয়ার আগে কখনো সে টকটকে লাল, কখনো হলুদ। বহু দূর থেকে ঠিকরে রূপসী রোদের আলো পড়ছে পানিতে, বালিতে। মুগ্ধ হয়ে নিঝুম দ্বীপের সেই দৃশ্য দেখছেন গুটিকয়েক দর্শনার্থী। স্থানীয়রা জায়গাটিকে চেনেন চর উসমান হিসেবে। আরো পড়ুন

No comments:

Post a Comment