Tuesday, November 30, 2021

সার সংকট ও দাম বেশি, বিপাকে হিলির আলু চাষিরা

 সার সংকট ও দাম বেশি, বিপাকে হিলির আলু চাষিরা

দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে আলু চাষ। মাঠে মাঠে আলুর বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আমন ধানের কাটা-মাড়াই শেষের দিকে। আলু চাষে প্রয়োজন বেশি সার। বিশেষ করে জমি তৈরি করার সময় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রকার সার প্রয়োজন। আলু চাষিরা অভিযোগ করছেন, স্থানীয় বাজারে সারের সঙ্কট ও কিনতে হচ্ছে বেশি দামে। এদিকে কৃষি দপ্তর বলছে, পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে ডিলারদের কাছে। ডিলারদের অভিযোগ, পর্যাপ্ত সার পাচ্ছেন না তারা। আরো পড়ুন 

No comments:

Post a Comment