Wednesday, September 29, 2021

ইরান-সৌদির ঐক্য ও তেল-আবিবের যন্ত্রণা

 ইরান-সৌদির ঐক্য ও তেল-আবিবের যন্ত্রণা

০১

সৌদি-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাস কেবল টানাপড়েনের নয়, বন্ধুত্বের সম্পর্কও ছিল তাদের অতীত ঐতিহ্যে। অথচ মধ্যপ্রাচ্যের দেশ দুটি যতোই পরাক্রমশালী হচ্ছে ততোই মানসিক ও কূটনৈতিকভাবে তাদের দূরত্ব বেড়ে চলছে। ইসলামের শেষ খলিফা ও উসমানী সাম্রাজ্যের সাইত্রিশতম অধস্তন আমিরুল মোমেনিন শাহজাদা দ্বিতীয় আবদুল মজিদের (১৮৬৮-১৯৪৪) পতন হয় ৩ মার্চ, ১৯২৪ সালে। এর বছর দুই পরে ১৯২৬ সালে হেজাজ দখলের মাধ্যমে আরব উপদ্বীপের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন আবদুল আজিজ ইবনে আবদুর রহমান ইবনে ফয়সাল ইবনে তুর্কি ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল সৌদ (১৮৭৬ –১৯৫৩)। আরব বিশ্বে সংক্ষিপ্তভাবে আবদুল আজিজ ইবন সৌদ নামে তিনি পরিচিত। আরো পড়ুন 

No comments:

Post a Comment