Sunday, June 30, 2019

পথের মোড়ে দোকানে বসে ব্যাংক, সেবা নেয় কৃষক-শ্রমিকও

হোক সেটা দেশের কোনো প্রত্যন্ত অঞ্চল কিংবা শহরতলী বাজার, সরকার অনুমোদিত কোনো ব্যাংক বা এনজিও কার্যক্রম না থাকলেও ঠিকই মিলছে ব্যাংকিং সেবা। অক্ষরজ্ঞানহীন মানুষগুলোও নিচ্ছে ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের সেবা। শুধুমাত্র টিপসই দিয়েই তারা টাকা তুলছেন, জমা রাখছেন, নিচ্ছেন ঋণও। এসবই সম্ভব হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ের বদৌলতে।

No comments:

Post a Comment