Saturday, April 27, 2019

মহাসাগরের ১৪ রহস্য (শেষ পর্ব)

রহস্য কোথায় নেই বলুন। মহাশূন্য থেকে পৃথিবীর স্থলভাগ কিংবা জলভাগ সবখানেই রহস্য ছড়িয়ে রয়েছে। বিজ্ঞানীরা কোনো রহস্যের সন্ধান পেলেই তা উন্মোচনের চেষ্টা করেন। কিন্তু শত শত বছর পেরিয়ে গেলেও অনেক রহস্য উন্মোচিত হয় না। পরিসংখ্যান বলছে যে, আমরা মহাশূন্য সম্পর্কে যতটা জানি তার তুলনায় অনেক কম জানি মহাসাগর সম্পর্কে। মহাসাগরের রহস্য নিয়ে দুই পর্বের প্রতিবেদনের প্রথম পর্বে ৭টি রহস্য তুলে ধরা হয়েছিল। আজ শেষ হর্বে থাকছে আরো ৭টি রহস্য।

No comments:

Post a Comment